fbpx

শিশুদের ‘গালাগালি শেখাচ্ছেন’ নুসরাত? নেটিজেনদের ক্ষোভ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কলকাতার সিনেমা ‘সেন্টিমেন্টাল’র একটি আইটেম গান। ‘বোকা সোডা’ শিরোনামের এই আইটেম গান নিয়েই নেট দুনিয়ায় সমালোচনার তোপে টালিউড অভিনেত্রী , সাংসদ নুসরাত জাহান।

সোশাল মিডিয়ায় সমালোচনা বা কটাক্ষের শিকার হওয়া তারকাদের জীবনে নতুন কিছু নয়। এবার নেট ব্যবহারকারীদের কাছে বেশ ভালোভাবেই সমালোচনার শিকার হয়েছেন কলকাতার এই অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমস বাংলা বলছে, নুসরাত ও যশ দাশগুপ্তের ‘বোকা সোডা’ গানে নেচেছেন। নুসরাত কয়েকদিন আগে একটি ভিডিও পোস্ট করেছেন। যে ভিডিওতে দেখা যায়, টেলিভিশনের পর্দায় চলছে ‘বোকা সোডা’ গান আর তাতে তালে তালে নাচছে একটি শিশু।

নুসরাতের বিরুদ্ধে অভিযোগ হল, ‘নিম্নমানের লিরিকের গান’ দিয়ে শিশুদেরও ‘রুচি খারাপ’ করে তুলছেন এই অভিনেত্রী।
একজন লিখেছেন, “নিজেরা নাচছেন, নাচুন না। একটা শিশুকে এসব শিখিয়ে খারাপ করার মানে কি?”
“শিশুকে গালাগালি শেখাচ্ছেন, লজ্জা লাগা দরকার”, মন্তব্য করেছেন একজন।

আরেকজন বলেছেন, “পাবলিক এতটা বোকা নয় যে বোকা সোডা গানটির নাম কেন রাখা হয়েছে যে তারা বুঝবে না। সেই গানে আবার একটা শিশুকে নাচাচ্ছে।”

কেউ আবার বলেছেন, “আপনাদেরও তো সন্তান আছে। এটা করতে আপনাদের খারাপ লাগল না? এই একটা বিচ্ছিরি গানে একটা বাচ্চা নাচ করছে সেটা নিয়ে আপনারা মাতামাতি করছেন? ও তো ছোট, কিন্তু আপনারা তো ছোট না আর!”

Advertisement
Share.

Leave A Reply