fbpx

শুক্রবারের বিনোদন; কোথায় যাবেন, কী দেখবেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শুক্রবার মানেই ছুটির আমেজ, যান্ত্রিক শহরের মানুষ ছুটির দিনটি বেছে নেন রিফ্রেশমেন্টের দিন হিসেবে। আমাদের এই আয়োজন তাদের জন্যই, যারা শুক্রবারে সিনেপ্লেক্স বা বড় পর্দায় দেখতে চান সিনেমা বা যেতে চান মঞ্চনাটক বা ছবির প্রদশর্নী দেখতে। চলুন জেনে নেওয়া যাক এক এক করে কী থাকছে ৫ মে অর্থাৎ শুক্রবার…

শুক্রবার স্টার সিনেপ্লেক্স আসছে সিনেমা ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি, এছাড়াও আগে থেকেই চলছে ‘দ্য পোপ’স এক্সরসিস্ট’, ‘ইভিল ডেড রাইস’, ‘সাজাম’, ‘ম্যারিও ব্রোস’, ‘ডানজিওন্স এন্ড ড্রাগন্স’। এই সিনেমাগুলোও চলবে এই সপ্তাহে।

ঈদের সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’, ‘কিল হিম’, ‘জ্বীন’, ‘লোকাল’, ‘পাপ’, এ সপ্তাহেও দেখতে পাবেন স্টার সিনেপ্লেক্সে। যারা ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দেখতে পারেনবি তারা ছুটির দিনে দেখে ফেলতে পারেন ঈদের কোন সিনেমা।

ছুটির দিনে আপনি চলে যেতে পারেন শিল্পকলা একাডেমিতে নাটক দেখতে। আগামীকাল সন্ধ্যা ৭টায় নাট্যদল অন্তর্যাত্রার প্রযোজনা ‘হিড়িম্বা’ মঞ্চস্থ হবে। মহাভারতের চরিত্র হিড়িম্বাকে নিয়ে নাটকটি লিখেছেন রুবাইয়াৎ আহমেদ, নির্দেশনা দিয়েছেন হাবিব মাসুদ। নাটকে সহকারী নির্দেশকের দায়িত্বে রয়েছেন খন্দকার রাকিবুল হক।

শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে বিশ্বখ্যাত নাট্যকার এ আর গার্নির ‘লাভ লেটারস’ এর পাঠাভিনয়। পাঠ করবেন নন্দিত জুটি রামেন্দু মজুমদার এবং ফেরদৌসি মজুমদার। নাটকটির অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম। নির্দেশনায় আছেন ত্রপা মজুমদার। এটি থিয়েটারের ৪৮তম প্রযোজনা।

সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে সময় এর জনপ্রিয় নাটক ‘ভাগের মানুষ’। পাকিস্তানের লেখক সা’দত হাসান মান্টো’র ছোট গল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে ‘ভাগের মানুষ’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন নাট্যজন আলী যাকের। এটি ‘সময়’ এর ২৬তম প্রযোজনা।

তো, শুক্রবার ছুটির আমেজে আপনার সময় কাটুক শিল্পের সাথেই।

https://www.facebook.com/eveningshow.bbs/videos/5505750429524704

Advertisement
Share.

Leave A Reply