fbpx

শুধু মহাসড়কে চলবে না ইজিবাইক : আদালত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মহাসড়ক ব্যতীত সব জায়গায় ইজিবাইক চলতে পারবে বলে আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশও দেওয়া হয়েছে।

বাংলাদেশ ইলেকট্রিক থ্রি-হুইলার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর ও মনিরুজ্জামান আসাদ।

এর আগে বাঘ ইকো মোটরসের সভাপতি কাজী জসিমুল ইসলামের এই সংক্রান্ত রিটের প্রেক্ষিতে গত ১৫ ডিসেম্বর ব্যাটারিচালিত অবৈধ ইজিবাইক অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে সেগুলো আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে।

সেই আদেশের পর রিটকারীর আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম বলেছিলেন, ‘ইজিবাইকগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ দেওয়া হয়। এই ইজিবাইকগুলো পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর। এ ছাড়া ইজিবাইকগুলো রুট পারমিট ছাড়াই রাস্তায় চলাচল করছে।’

এ আদেশের বিরুদ্ধে আপিলে আবেদন করেন ইজিবাইক আমদানিকারক সংগঠন। তাদের আবেদনের প্রেক্ষিতে শুনানি নিয়ে আপিল বিভাগ এ আদেশ দেয়।

Advertisement
Share.

Leave A Reply