fbpx

শুরু করেছে ওরা,শেষ করব আমরা! হামাস বাহিনীকে হুঁশিয়ারি নেতানিয়াহুর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হামাসকে উচিত শিক্ষা দিতে ইতিমধ্যেই পাল্টা জবাব দিতে শুরু করেছে ইজ়রায়েল। হামাসের আচমকা হামলার পর সরাসরি যুদ্ধ বলে ঘোষণা করেছেন নেতানিয়াহু। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দু’দেশ।এই পরিস্থিতিতে হামাসের বিরুদ্ধে সংঘাতের সুর আরও তীব্র করার বার্তা দিলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী।

ইজ়রায়েল-প্যালেস্টাইন রক্তক্ষয়ী যুদ্ধে হু হু করে বাড়ছে প্রাণহানির সংখ্যা। এই আবহে প্যালেস্টাইনের হয়ে অস্ত্র ধরা হামাস বাহিনীকে হুঁশিয়ারি দিলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার(৯অক্টোবর,২০২৩) নেতানিয়াহু বলেছেন, ‘‘ওরা (হামাস) শুরু করেছে (যুদ্ধ), শেষ করব আমরা।’’

মঙ্গলবার দেশবাসীর উদ্দেশে নেতানিয়াহু বলেছেন, ‘‘ইজ়রায়েলে যুদ্ধ চলছে। আমরা এই যুদ্ধ চাইনি। জোর করে বর্বরোচিত হামলা চালানো হয়েছে। যেহেতু ইজ়রায়েল এই যুদ্ধ শুরু করেনি, তাই তা শেষ করবে।’’

প্যালেস্টাইন এবং ইজ়রায়েলের মধ্যে সংঘাত দীর্ঘ দিনের। জেরুসালেম এবং গাজ়া স্ট্রিপের দখলকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে হামলা পাল্টা হামলা লেগেই থাকে। গত শনিবার সকালে আচমকা ইজ়রায়েল ভূখণ্ডে ঢুকে হামলা চালায় হামাস বাহিনী। ২০ মিনিটে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা। ইজ়রায়েল দাবি করেছে যে, প্যারাগ্লাইডিং করে জলপথে এবং সড়কপথে প্রচুর জঙ্গি তাদের এলাকায় ঢুকে হামলা চালিয়েছে।

Advertisement
Share.

Leave A Reply