fbpx

শুরু হলো করোনা টিকার দ্বিতীয় ডোজ কার্যক্রম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সারাদেশে একসাথে শুরু হয়েছে করোনা টিকার দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম। এর পাশাপাশি চলবে টিকার প্রথম ডোজের কার্যক্রমও।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় সারাদেশে একযোগে শুরু হওয়া টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য কেন্দ্রে উপস্থিত হয়েছেন যাদের দ্বিতীয় ডোজ দেওয়ার তারিখ নির্ধারিত ছিল তারা। সরকার ঘোষিত সকল বিধি নিষেধের মধ্যেই সব কেন্দ্রে আজ টিকা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এরইমধ্যে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য প্রথম ডোজ গ্রহণকারীদের কাছে এসএমএস পাঠানো শুরু হয়েছে। আর কারো কাছে যদি এসএমএস নাও যায়, তাহলে তারা যে তারিখে প্রথম ডোজ নিয়েছিলেন, সেই তারিখের দুই মাস পর টিকা কার্ড নিয়ে কেন্দ্রে গেলেও দ্বিতীয় ডোজ নিতে পারবেন।

অধিদপ্তর থেকে আরো জানা যায়, যারা ৭ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদেরকে আজ দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। আজ করোনার দ্বিতীয় ডোজ টিকা পাবেন ৩১ হাজার ১৬০ জন মানুষ।

এর আগে গত সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ৮ এপ্রিল পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছিলেন।

গত ২৮ জানুয়ারি দেশে করোনা টিকার কার্যক্রম উদ্বোধনের পর ৭ ফেব্রুয়ারি থেকে টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়।

Advertisement
Share.

Leave A Reply