fbpx

শুল্ক ছাড়াই বৈদ্যুতিক গাড়ি আনতে পারবেন সংসদ সদস্যরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এখন থেকে জাতীয় সংসদের সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় বৈদ্যুতিক গাড়ি আনতে পারবেন। পাশাপাশি তারা বৈদ্যুতিক মোটরচালিত মোটরযানও আনতে পারবেন। বুধবার (৫ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ–সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, একজন সাংসদ শপথ গ্রহণ করার পর শুল্কমুক্ত সুবিধায় কোন ধরনের গাড়ি আমদানি করতে পারবেন। গাড়ির তালিকায় আছে অনধিক ১ হাজার ৬৫০ সিসি পেট্রল বা গ্যাসোলিন জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন মোটরগাড়ি, অনধিক ১৮০০ সিসি ডিজেল জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন মোটরগাড়ি; অনধিক ২০০০ সিসি জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন হাইব্রিড মোটরগাড়ি; অনধিক ২০০০ সিসি জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন মাইক্রোবাস; অনধিক ২০০০ সিসি জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন হাইব্রিড মাইক্রোবাস; অনধিক ৩০০০ সিসি পেট্রল বা গ্যাসোলিন জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন জিপ; অনধিক ৩০০০ সিসি পেট্রল বা গ্যাসোলিন জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন হাইব্রিড জিপ; অনধিক ৪ হাজার ৫০০ সিসি ডিজেল জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন একটি জিপ; অনধিক ৪৫০০ সিসি জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন একটি হাইব্রিড জিপ।

Advertisement
Share.

Leave A Reply