fbpx

ষষ্ঠবারের পরীক্ষায় করোনা মুক্ত রিজভী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

টানা ৫ বার করোনা আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ষষ্ঠবারের মতো করোনা পরীক্ষায় নেভেটিভ এসেছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। এর আগে ৫ বার টেস্ট করানো হলে রিপোর্ট পজিটিভ আসে।

১৭ এপ্রিল শনিবার এ তথ্য জানান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

রিজভীর শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হওয়ায় ও তাঁর করোনার রিপোর্ট নেগেটিভ আসায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন ডা. রফিকুল ইসলাম।

তিনি জানান, রিজভীর অক্সিজেন স্যাচুরেশনের উন্নতি হয়েছে। তবে এখনো তাকে নরমালি অক্সিজেন দেওয়া হচ্ছে। সবমিলিয়ে তার শারীরিক অবস্থা ভালো। তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন। নিজে নিজে হাঁটাচলা ও নড়াচড়া করতে পারছেন।

গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

রুহুল কবির রিজভীর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।

Advertisement
Share.

Leave A Reply