fbpx

সংগীতশিল্পী জানে আলম আর নেই

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সংগীতশিল্পী জানে আলম আর নেই। ২ মার্চ রাত ১০ টায় তিনি রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মাসখানেক আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন, এরপর নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল।

মানিকগঞ্জের হরিরামপুরে জানে আলমের জন্ম। স্বাধীনতার পরপরই তার গানের শুরু। প্রথম অ্যালবাম ‘বনমালী’ দিয়ে পরিচিতি পান। সে সময় পপশিল্পী আজম খান তাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন। পপ গানের মধ্যে ফোক ধাঁচ এবং অধ্যাত্মবাদ যুক্ত করে গান করা তার বৈশিষ্ট্য।

জানে আলমের নিজের গাওয়া গানের সংখ্যা চার হাজার। এছাড়া তার লেখা, সুর এবং পরিচালনা করা গান রয়েছে প্রায় তিন হাজার।বাংলাদেশের অনেক পরিচিত শিল্পীই গেয়েছেন তার গান।

Advertisement
Share.

Leave A Reply