fbpx

সব প্রাথমিকে চালু করা হবে ওয়াইফাই ইন্টারনেট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের সকল শিক্ষার্থীদের ইন্টারনেটের আওতায় আনতে চায় সরকার। সে লক্ষ্যে ৪১ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাই ইন্টারনেট দিচ্ছে সরকার। আস্তে আস্তে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাই ইন্টারনেট চালু করা হবে। সরকারের এই কার্যক্রম বাস্তবায়ন করছে মোবাইল অপারেটর গ্রামীণফোন।

সোমবার রাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ওয়াইফাইয়ে মাধ্যমে ইন্টারনেট কানেক্টিভিটির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষায় যে বরাদ্দ দেয়া হয় সেটাকে ব্যয় হিসেবে না ধরে ভবিষ্যতের বিনিয়োগ মনে করে  সরকার। ভবিষ্যতে এই বিনিয়োগই দেশকে সম্পদে ও সুনামে ভরিয়ে দেবে। প্রাথমিক শিক্ষা যেহেতু জাতির ভিত নির্মাণ করে, তাই মানসম্পন্ন প্রাথমিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার সম্ভব সব কিছু করবে।’

প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবা শিক্ষা সেক্টরে এক নতুন দিগন্তের সূচনা করবে উল্লেখ করে জাকির হোসেন বলেন, ‘এর মাধ্যমে ছাত্র-শিক্ষকের মধ্যে পাঠদান বিষয়ে যোগাযোগ বৃদ্ধি পাবে। ছাত্র-ছাত্রীরা অনলাইনে ক্লাস করার সুযোগ পাবে। তাছাড়া ইন্টারনেটের মাধ্যমে পাঠ্যবই ও অন্যান্য বই পড়ার সুযোগ সৃষ্টি হবে।‘

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আমিনুল ইসলাম খান বলেন, ‘ইন্টারনেটের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের জ্ঞান, দক্ষতা, মননশীলতা বৃদ্ধি পাবে। সরকার গ্রামীণফোনের সহায়তায় ৪১ হাজার প্রাথমিক বিদ্যালয়ে এ পর্যায়ে ইন্টারনেট সংযোগ দিচ্ছে। এটি ধীরে ধীরে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু করা হবে।’

Advertisement
Share.

Leave A Reply