fbpx

সমুদ্রে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা: দুশ্চিন্তায় জেলে পরিবার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তিনদিন পর থেকেই সমুদ্রে মাছ ধরতে পারবেন না জেলেরা। দেশের সামুদ্রিক জলসীমায় মাছের প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস আহরণের জন্য ২০শে মে থেকে ৩০শে জুলাই পর্যন্ত ৬৫ দিন মৎস আহরণ নিষিদ্ধ করে ১৫ই এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করেছে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৫ সাল থেকে প্রতিবছর এই সময়ে নিষিদ্ধ করা হয় সমুদ্রে মৎস শিকার। এই সময়ের মধ্যে নিষিদ্ধ করা হয়ে থাকে সব ধরনের ট্রলারের মাধ্যমে মাছ ও ক্রিস্টাশিয়ান্স (চিংড়ি, লবস্টার, কাটলফিস ইত্যাদি) আহরণ। এমনকি, নিষেধাজ্ঞা অমান্য করলে নেওয়া হয় সামুদ্রিক মৎস বিল-২০২০ অনুযায়ী আইনগত ব্যবস্থাও।

আগামি বৃহস্পতিবার থেকে বেকার হয়ে পড়ার দুশ্চিন্তায় আছেন লাখো জেলে পরিবার। এমনিতেই করোনাকালে তাঁদের রোজগার হয়ে পড়েছিল খুবই সীমিত। তার ওপর নিষেধাজ্ঞাকালীন সময়ে পরিবার নিয়ে আর্থিক অনটনের কথা ভেবে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।

নিষেধাজ্ঞা চলকালে জেলেদের খাদ্যসহায়তা অর্থাৎ চালের পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়ারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Advertisement
Share.

Leave A Reply