fbpx

সয়াবিন তেলের দাম কমলো লিটারে ১০ টাকা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৭৯ টাকা। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও সয়াবিন তেলের দাম কমানো হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন এ দাম বুধবার (১২ জুলাই) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের আমদানি মূল্য হ্রাস পাওয়ায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা করে ভোজ্য তেলের দাম কমানো হলো।

প্রতি লিটার খোলা সয়াবিন তেলে আট টাকা কমিয়ে করা হয়েছে ১৫৯ টাকা। বর্তমানে বাজারে খোলা সয়াবিন প্রতি লিটার ১৬৭ টাকায় বিক্রি হচ্ছে। আর পাঁচ লিটারের বোতলজাত সয়াবিনের দাম ৪৩ টাকা কমিয়ে ৮৭৩ টাকা করা হয়েছে।

খোলা পাম সুপার তেল লিটারপ্রতি পাঁচ টাকা কমে ১২৮ টাকা করা হয়েছে। পাম তেল বোতল ১২ টাকা কমিয়ে ১৪৮ টাকা করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply