fbpx

সর্বনিম্নে নামলো স্বর্ণের দাম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্ব বাজারে গত এক বছরে স্বর্ণের দাম নেমেছে সর্বনিম্নে। ধারণা করা হচ্ছে বিভিন্ন দেশে কেন্দ্রীয় ব্যাংকগুলোর মুদ্রানীতি সংকোচনের প্রভাবে স্বর্ণের চাহিদায় ভাটা পড়েছে।

এদিকে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা ঘোষণার অপেক্ষায় স্বর্ণের বিনিয়োগ বন্ধ রেখেছে বিনিয়োগকারীরা।

তথ্য বলছে, গতকাল স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৮ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৬৮২ ডলার ৬৭ সেন্টে। এর আগে ধাতুটির দাম কমে ২০২১ সালের মার্চের সর্বনিম্নে নেমেছিল।

অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ১ দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৬৮১ ডলারে।

জানা যায়, ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে। বৈঠকে ব্যাংকটি ২৫ বেসিস পয়েন্টে সুদের হার বাড়াতে পারে। আর সুদের হার বাড়লে  স্বর্ণের দাম আরো এক ধাপ কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে রুপার দাম ২ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১৮ ডলার ২৮ সেন্টে। প্লাটিনামের দাম দশমিক ৮ শতাংশ কমে ৮৫১ ডলার ১৮ সেন্টে নেমেছে।

Advertisement
Share.

Leave A Reply