fbpx

সাংবাদিক রোজিনার জামিন মঞ্জুর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। ৫ হাজার টাকা বন্ডে জামিন পেলেন রোজিনা। এছাড়া, আদালত তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন।

আজ রবিবার (২৩ মে) ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহর ভার্চুয়াল আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে, গত বৃহস্পতিবার সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আবেদনের ওপর শুনানি গ্রহণ করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ। শুনানিতে দুই পক্ষের আইনজীবীরা ভার্চ্যুয়ালি অংশ নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী শুনানি চললেও সেদিন তাৎক্ষণিকভাবে আদালত কোনো সিদ্ধান্ত দেননি। আদালত রাষ্ট্রপক্ষের তথ্য উপস্থাপন ও জামিন বিষয়ে আজ আদেশের জন্য দিন ধার্য করেছেন।

উল্লেখ, সাংবাদিক রোজিনা ইসলাম গত সোমবার (১৭ মে) পেশাগত দায়িত্ব পালনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে সেখানে করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি অনুমতি ছাড়া তোলার অভিযোগে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে পাঁচ ঘণ্টা আটকে রাখেন। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব সিব্বির আহমেদ ওসমানী লিখিত অভিযোগ দায়ের করেন। পরের দিন মঙ্গলবার (১৮ মে) রোজিনার রিমান্ড আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ জসিম।

Advertisement
Share.

Leave A Reply