fbpx

সাগরে লঘুচাপ, সারাদেশে বৃষ্টি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দক্ষিণ আন্দামান সাগর ও তার আশপাশের এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে (৬মে) শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশের ৬ বিভাগে বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানো ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানান তিনি।

এছাড়া আগামী তিনদিন দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Advertisement
Share.

Leave A Reply