fbpx

সাত কলেজের মাস্টার্সের ফরম পূরণের সময় বাড়ল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, ২০১৯ সনের মাস্টার্স শেষ পর্ব (বিশেষ) পরীক্ষার্থীদের মধ্যে যারা এখনও পরীক্ষার ফরম পূরণ করতে পারেনি তাদের জন্য বিশেষ বিবেচনায় সময় বর্ধিত করা হয়েছে। পরীক্ষার ফরম পূরণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত।

তিনি বলেন, ২০১৩-২০১৪, ২০১৪-২০১৫ ও ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এসব শিক্ষার্থীরাও ২০১৯ সনের মাস্টার্স শেষ পর্ব (বিশেষ) পরীক্ষায় অংশগ্রহণের জন্য মানোন্নয়ন পরীক্ষার ফির সাথে অতিরিক্ত পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে এ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ১৭ জানুয়ারি ফরম পূরণের শেষ দিন ছিল।

Advertisement
Share.

Leave A Reply