fbpx

সাত কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এর আগে ভর্তির আবেদন গ্রহণের শেষ সময় ছিল ২০ আগস্ট।

পাশাপাশি সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির স্থগিত পরীক্ষাসমূহ ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। শিক্ষার্থীদের সরাসরি কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে হবে বলে জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন আবু মো. দেলোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন মো. আবদুস ছামাদ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মুহাম্মাদ আবদুল মঈন এবং সাত কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Advertisement
Share.

Leave A Reply