fbpx

সাধারণ সম্পাদকের পদ নিয়ে রুল শুনানি ২২ ফেব্রুয়ারি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের রুল শুনানি হবে ২২ ফেব্রুয়ারি। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ দিন ধার্য করেন।

নিপুণের আইনজীবী ২২ তারিখ সময় চেয়েছেন। সে কারণেই শুনানির দিন ধার্য করা হয়েছে এদিন।

২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রাথমিক ফলাফলে জয়ী হন অভিনেতা জায়েদ খান। নির্বাচনের পরেরদিন নিপুণ বিধি লঙ্ঘনের অভিযোগ আনেন জায়েদ খানের বিরুদ্ধে।

সেই মোতাবেক আপিল এফডিসির আপিল বোর্ডের রায় অনুযায়ী জায়েদের প্রার্থিতা বাতিল হওয়ায় অভিনেত্রী নিপুণ আক্তার শপথ নেন সাধারণ সম্পাদক হিসেবে। এরপরই আইনি লড়াইয়ে নামেন জায়েদ খান।

হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বসতে পারবেন না বলে জানিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

Advertisement
Share.

Leave A Reply