fbpx

সাফারি পার্কে ঢুকতে লাগছে না প্রবেশ মূল্য

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পর্যটকদের ঢুকতে লাগছে না প্রবেশ মূল্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুধু বৃহস্পতিবারই পর্যটকদের এ সুবিধা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার পার্কের পরিচালক মো. রেজাউল করিম জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী সকল পর্যটকের জন্য পার্কের প্রধান ফটক দিয়ে প্রবেশ ফ্রি করা হয়েছে। তবে ভেতরে আলাদা ইভেন্টে প্রবেশের জন্য নির্ধারিত ফি দিতে হবে বলে জানান তিনি।

প্রধান ফটকের লিজ নেওয়া প্রতিষ্ঠান শাওন এন্টারপ্রাইজের সিইও মো. মাসুদ রানা জানান, প্রতিদিন সাড়ে ৪ থেকে ৫ হাজারের মতো পর্যটক পার্কে ঘুরতে আসেন। এ পথে ঢুকতে বড়দের জন্য ৫০ টাকা এবং ৫ বছরের উপরে শিশুদের জন্য ২০ টাকা প্রবেশমূল্য রাখা হয়।

বৃহস্পতিবার জোহরের পর বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে পার্কের মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে বলে পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

Advertisement
Share.

Leave A Reply