fbpx

সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ‘গ্যাসের লাইন বৈধ ছিল কি না, এ ব্যাপারে সংশয় রয়েছে’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গুলিস্তানের সিদ্দিকবাজারে যে ভবনে বিস্ফোরণ হয়েছে, তার নকশার মধ্যে অনেক কিছু সঠিকভাবে করা হয়নি, মন্তব্য করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান মেজর মশিউর রহমান।

বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

মেজর মশিউর বলেন, ‘মেটারিয়াল অনেক কিছুই সঠিকভাবে ব্যবহার করা হয়নি। গ্যাসের লাইন বৈধ ছিল কি-না, এ ব্যাপারে সংশয় রয়েছে। তবে এ ব্যাপারে আমরা মন্তব্য করতে চাই না।’

তিনি বলেন, ‘ভবনের ভেতর ক্ষতিগ্রস্ত স্থানে তিতাস গ্যাসের সহায়তায় পরীক্ষা করে ঘটনাস্থলে আমরা গ্যাসের উপস্থিতি পাইনি। ভবনে গ্যাসের সংযোগ আছে। কিন্তু কোনো লিকেজ বের করতে পারিনি। এক্সপ্লোশান বেজমেন্টে হয়েছে, উপরের কোনো ফ্লোর থেকে হয়নি। এসি কিংবা ইলেক্ট্রনিকস ডিভাইস থেকেও এ বিস্ফোরণ হয়নি। বেজমেন্ট ও গ্রাউন্ড ফ্লোর অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের বিম ও কলাম অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ধারণা করছি, গ্যাস লাইনের এক্সপ্লোশান থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। আবার অন্য কোনো এক্সক্লুসিভ মেটারিয়াল থেকেও হয়ে থাকতে পারে। আমরা কিছু স্যাম্পল পেয়েছি, যা পরীক্ষা করছি।’

ভবনটিতে গ্যাসের সংযোগ আছে। কিন্তু কোনো লিকেজ বের করতে পারিনি। যেখান থেকে বিস্ফোরণ ঘটেছে, ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সে পর্যন্ত আমরা যেতে পারিনি। আমরা আরও চেষ্টা করে যাচ্ছি- যোগ করেন র‍্যাবের এই কর্মকর্তা।

Advertisement
Share.

Leave A Reply