fbpx

সিলেটের বানভাসিদের জন্য শাকিব খানের অর্থ সহায়তা ও তহবিল গঠন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বেশ লম্বা সময় ধরে ঢালিউড কিং শাকিব খান আছেন আমেরিকায়। গত ঈদে দেশে আসার কথা থাকলেও আসা হয়নি তার। তবে বিভিন্ন সময়ে শাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তার মন পড়ে আছে দেশেই। সবসময়ই দেশের কথা মনে হয় তার।

সুদূর যুক্তরাষ্ট্রে থাকলেও দেশের খবর তিনি ঠিকই রাখেন। সিলেটের বানভাসি মানুষের খবর তো রাখছেনই, সাহায্যের জন্যও এগিয়ে এসেছেন অভিনেতা।

নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্টে শাকিব লিখেন, ‘এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকলেও সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে জেনেছি, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। বন্যা কবলিত মানুষের দুর্দশা আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষের পাশে আছি। তাদের মৌলিক চাহিদা পূরণে আমার সামর্থ্যের মধ্যে অর্থ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছি।’

শুধু তাই নয়, তহবিল গঠনের কথাও ভেবেছেন তিনি। এ বিষয়ে তিনি লিখেন, ‘সেই সাথে একটি তহবিল গঠনেরও কথা ভেবেছি যা থেকে প্রাপ্ত অর্থ ও অন্যান্য সহায়তা পৌঁছে যাবে কষ্টে থাকা সেই সব বানভাসি মানুষের সাময়িক সংকট মোকাবিলায়। বন্যা কবলিতদের যে কোনো ধরনের সহায়তা দিয়ে যারা পাশে থাকতে চান, [email protected] এই ই-মেইলে যোগাযোগ করতে পারবেন।’

তার একার পক্ষে সবার জন্য হয়তো খুব বেশি কিছু করা সম্ভব নয় ভেবেই শাকিব অন্যান্যদের আহ্বান জানিয়ে লিখেছেন, ‘বাংলাদেশ ও প্রবাসে থাকা আগ্রহী বিত্তবানদের কাছে আহ্বান, আপনারাও নিজেদের সামর্থ্যের মধ্য থেকে বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়ান। সৃষ্টিকর্তা আমাদের সহায় হোক। সবার জন্য প্রার্থনা।‘

উল্লেখ্য, শাকিব খান যুক্তরাষ্ট্রে ব্যস্ত আছেন সিনেমার পরিকল্পনা নিয়েই। সামনেই কাজ শুরু হতে যাচ্ছে ‘রাজকুমার’ ও ‘মায়া’ সিনেমা দুটির। দুটি সিনেমাই নির্মাণ করবেন তরুণ নির্মাতা হিমেল আশরাফ। দুটি সিনেমাই নির্মিত হবে এসকে ফিল্মস এর ব্যানারে। এর মধ্যে মায়া’র জন্য সরকারের কাছ থেকে ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন শাকিব।

https://www.facebook.com/eveningshow.bbs/videos/562914185410574

Advertisement
Share.

Leave A Reply