fbpx

সুদানে থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সুদানে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জাপান সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ফেসবুকে তার ভেরিফায়েড পেজে গতকাল এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ তথ্য জানান। ক্ষমতা ভাগাভাগি নিয়ে সুদানের রাজধানী খার্তুমসহ অন্যান্য শহরে চলছে সশস্ত্র লড়াই। এ লড়াইয়ে এক পক্ষে আছে সেনাবাহিনী, অন্য পক্ষে দেশটির ক্ষমতাধর আধা সামরিক বাহিনী।

প্রতিমন্ত্রী তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, ‘সুদানে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। খার্তুমে বাংলাদেশ দূতাবাস এরই মধ্যে এ বার্তা সেখানে অবস্থানরত বাংলাদেশীদের মধ্যে প্রচার শুরু করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করবে, কীভাবে কোন পদ্ধতিতে তারা যাত্রা করবেন। সবাইকে দূতাবাসের নির্দেশনা মেনে রেজিস্ট্রেশন এবং প্রয়োজনীয় কাজ করার অনুরোধ করছি।’

স্ট্যাটাসে সাংবাদিকদের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সাংবাদিকদের অনুরোধ করছি দূতাবাসে যোগাযোগ না করার জন্য। কারণ সবাই ব্যস্ত এবং রুটগুলো নিরাপত্তার খাতিরে না জানানোই ভালো। আমরা সবার সহযোগিতা কামনা করছি।’

এর আগে ২২ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে চলমান সংঘর্ষের মধ্যে সুদান ভ্রমণকে বাংলাদেশী নাগরিকদের জন্য নিরাপদ নয় বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটিতে ভ্রমণ না করার পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি সুদানে মারাত্মক সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে, যার ফলে হতাহতের ঘটনা ঘটছে এবং খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহে ব্যাঘাত ঘটছে।’

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে অবহিত করে বলা হয়, ‘খার্তুম বিমানবন্দরসহ খার্তুম শহর এবং দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। আমাদের নাগরিকদের জন্য এখন সুদান ভ্রমণ নিরাপদ নয়। এ কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব বাংলাদেশী নাগরিককে সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেয়া হচ্ছে।’ দেশটির বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে সেখানে অবস্থানরত বাংলাদেশীদের পরামর্শ দিচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

Advertisement
Share.

Leave A Reply