fbpx

সুনামগঞ্জে বাড়ছে হাওরসহ নদ-নদীর পানি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে হাওরসহ নদ-নদীর পানি। গতকাল দুপুরে যাদুকাটা নদীর পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়া জেলার সুরমা নদীর পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১১৬ মিলিমিটার ও জেলার তাহিরপুর সীমান্তের লাউড়েরগড় এলাকায় ১৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ফলে যাদুকাটা নদীর পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে এবং সুরমা নদীর পানি সমতল বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এছাড়া ২৪ ঘণ্টায় ভারতের চেরাপুঞ্জিতে ৫৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ভারি বর্ষণের এ ধারা আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। ফলে আগামী দু-একদিনের মধ্যে সুরমা নদীর পানি বিপত্সীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, ২৪ ঘণ্টায় জেলায় ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply