fbpx

সুন্দরবনে ৫ দিনে হরিণসহ ৫৬টি মৃত প্রাণী উদ্ধার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আঘাত হানার ৫ দিনে সুন্দরবন থেকে হরিণসহ ৫৬টি মৃত প্রাণী উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫৪টি হরিণ ও ২টি শূকর। 

বৃহস্পতিবার (৩০ মে) সকাল পর্যন্ত এসব প্রাণীদের মরদেহ উদ্ধার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো। মৃত বন্য প্রাণীগুলোকে কটকা অভয়ারণ্য এলাকায় মাটিচাপা দেওয়া হয়েছে।

মিহির কুমার দো বলেন, উচ্চ জোয়ারের পানি সুন্দরবনের গহিনে চলে যাওয়ায় হরিণগুলো ভেসে গিয়ে সাঁতরে কূলে উঠতে পারেনি। এ কারণে হরিণগুলো মারা যেতে পারে বলে ধারণা বন বিভাগের। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবের দফায় দফায় উচ্চ জোয়ারে সুন্দরবনের সব নদী-খাল উপচে বনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এই জোয়ারের উচ্চতা ছিল ১০ থেকে ১২ ফুট।

এ ছাড়া এই সময় ভেসে যাওয়া ১৭টি আহত হরিণ উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মিহির কুমার।

Advertisement
Share.

Leave A Reply