fbpx

সুন্দরের অভিজ্ঞতা সাবজেকটিভ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শিল্পী আবদুল হালিম চঞ্চলের জন্ম ১৯৭৩ সালের ১৯ ফেব্রুয়ারি কুষ্টিয়ায়। তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। শিক্ষক হিসেবে এখন কর্মরত পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গায়ের বর্ণ নিয়ে চলমান বিতর্কে শিল্পী চঞ্চল অল্প কথায় নিজের মত প্রকাশ করেছেন বিবিএস বাংলা’য়।

‘কালো, তবুও সুন্দর’ বা ‘কালো এবং সুন্দর’ যাই বলেন বা লেখেন, তাতে এটি উল্লেখ হয় যে- কালো আদতে সুন্দর না আকছার বা কালো স্বাভাবিক সুন্দর নয়।

এই উল্লেখে আদতে বাণিজ্যিক ও করপোরেট স্বার্থ লুকিয়ে আছে ও থাকে। কেননা তা না হলে তাবৎ শাদা ও উজ্জ্বল করবার প্রসাধনীর ব্যবসা লোপাট হয়। সমাজে শাদা ফর্সা করবার বাতিক চালু রাখতে ও এই সংক্রান্ত ব্যবসা চালু রাখতে করপোরেট প্রতিষ্ঠানগুলো বিবিধ মিডিয়ার মাধ্যমেই তা করে থাকে যেহেতু।

সমাজে এমনিতেও তা চালু ছিল কী না তা গুরুত্বের নয়। যেহেতু ‘আলোই’ ছড়াতে নেমেছেন!

আমি মনেকরি, সুন্দরের অভিজ্ঞতা সাবজেকটিভ। সুন্দরকে সর্বজনীন করার দার্শনিক আকাঙ্খা ও রাজনীতিও নতুন নয়। সুন্দরের সর্বজনীনতা বলতে আমরা কতটুকু পরিসর ধরবো? তাবৎ দুনিয়া কি একই অভিজ্ঞতা নেবে নারী পুরুষ সবিশেষ? তা কি সম্ভব?
ফলে সুন্দরের সর্বজনীনতা তৈরির রাজনীতি ও বাণিজ্যিক দিকটিই বেশি সচল থাকে। যেমন- থাকত, থাকে জাতিগত ও বর্ণগত।

Advertisement
Share.

Leave A Reply