fbpx

সুষ্ঠু নির্বাচন নয়, লুটপাটে ব্যস্ত সিইসি : রিজভী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

‘প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সুষ্ঠু নির্বাচন নয়, লুটপাটে ব্যস্ত। সুষ্ঠু ভোটের চেয়ে নির্বাচন উপলক্ষে কিছু লোককে প্রশিক্ষণ দেবে, তার জন্য টাকা বরাদ্দ দরকার, তা নিয়েই ব্যস্ত সিইসি।’ প্রধান নির্বাচন কমিশনারের প্রতি অভিযোগ তুলে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

২৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।

প্রধান নির্বাচন কমিশনারের সমালোচনা করে রিজভী বলেন, ”ইভিএম মেশিন একটি জালিয়াতির মেশিন। সেই মেশিন কিনতে প্রধান নির্বাচন কমিশনারের টাকা দরকার, সে টাকা অন্যান্য কমিশনারসহ লোপট করবেন সিইসি।’

কে এম নূরুল হুদার কড়া সমালোচনা করে রিজভী আরো বলেন, ‘তিনি নিজের আত্মা বিক্রি করেছেন। আপনি নাকি আমলা ছিলেন, ডিসি ছিলেন? এত বড় ক্রীতদাস? ক্রীতদাসরাও তো মাঝে মাঝে মালিকের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে বিদ্রোহ করেন। আপনার মতো এ ধরনের ক্রীতদাস আর কোথাও খুঁজে পাওয়া যাবে না।’

চট্টগ্রামের সিটি নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, ‘চট্টগ্রামে নির্বাচনকালীন ৬৯ জন বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। কেন তাদের গ্রেফতার করা হলো? আমাদের প্রার্থী ডা. শাহাদাত নিজে স্টেটমেন্ট দিয়েছেন। কই, আওয়ামী লীগের কাউকে তো গ্রেফতার করা হয়নি? আওয়ামী লীগের কারও বিরুদ্ধে তো মামলা দেয়া হয়নি? চট্টগ্রামে এক হাজার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।’

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘এই সরকার যতদিন থাকবে, ততদিন নির্বাচন এমনই হবে। নির্বাচন কমিশন তো ফালতু কমিশন। সরকারের চাকর-বাকর দিয়ে নির্বাচন হবে না, শেখ হাসিনার পতন করতে হবে।’

Advertisement
Share.

Leave A Reply