fbpx

সেন্সরবোর্ডই আটকে আছে ‘শনিবার বিকেল’, চিঠি পাননি ফারুকী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

‘শনিবার বিকেল’ সিনেমার সেন্সরশিপ নিয়ে জলঘোলা কম হয়নি। আপিল বিভাগ থেকে অনুমতি দিলেও সেন্সরবোর্ডের ছাড়পত্র এখনও হাতে পাননি নির্মতা মোস্তফা সারয়ার ফারুকী। সামাজিক যোগাযোগ মাধ্যমে উগড়ে দিলেন সেই ক্ষোভ।

বুধবার(১ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক ওয়ালে এই নির্মাতা লিখেছেন, ‘সরকারী কর্মকর্তাদের মধ্যে আমি অনেককে চিনি যারা আগাগোড়া পেশাদার, দায়িত্বশীল, এবং সৎ। আমি বিশ্বাস করতে চাই তথ্য মন্ত্রণালয় এবং সেন্সর বোর্ডে এরকম অনেক কর্মকর্তা আছেন। আপনাদের প্রতি আমাদের আহবান, আপনারা আপনাদের পেশাদারিত্বের পরিচয় দেন। শনিবার বিকেল নিয়ে আপীল কমিটি তাদের সিদ্ধান্ত জানিয়ে দেয়ার পর এই বেআইনি বিলম্ব যে শুধু আপনাদের পেশাদার মনোভাবকেই প্রশ্নবিদ্ধ করছে তা না, দেশের ইমেজও নিঃসন্দেহে প্রশ্নের মুখে ফেলছে। আমরা গতকাল সেন্সর বোর্ড বরাবরে চিঠি দিয়েছি দ্রুত সার্টিফিকেট দেয়ার জন্য। আমরা এও বলেছি আপীল কমিটির সিদ্ধান্তের আলোকে আমরা ফেব্রুয়ারি ৩ তারিখে ছবি মুক্তি দেয়ার সব ব্যবস্থা নিয়েছি। সুতরাং জটিলতা আর কলঙ্ক আর না বাড়িয়ে দ্রুত সার্টিফিকেট দেয়ার ব্যবস্থা করেন। আমি ঠিক জানিনা সরকারে কি বুদ্ধিমান কেউ নাই যে সেন্সর বোর্ডকে বলতে পারে, এইসব করে সরকারের ইমেজেরই বারোটা বাজানো হচ্ছে?’

Advertisement
Share.

Leave A Reply