fbpx

সেরা ১৪১ করদাতা পাচ্ছেন ট্যাক্স কার্ড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সেরা করদাতা হিসেবে ১৪১টি ট্যাক্স কার্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর সূত্রে মঙ্গলবার (২৬ জানুয়ারি) এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এই ১৪১ টি কার্ডের মধ্যে ব্যক্তি ৭৬ জন, কোম্পানি ৫৩ ও অন্যান্য ১২টি কার্ড দেয়া হবে। জাতীয় ট্যাক্স  কার্ড নীতিমালা ২০১০ (সংশোধিত) অনুযায়ী, ২০১৯-২০ কর বছরে ব্যক্তি, কোম্পানি এবং অন্যান্য- এই তিন ক্যাটাগরিতে ১৪১টি ট্যাক্স কার্ড প্রদান করা হবে। সে  লক্ষ্যে ব্যক্তি, কোম্পানি ও অন্যান্য পর্যায়ের যোগ্য করদাতার নাম প্রকাশ করেছে রাজস্ব বোর্ড। গত ২০ জানুয়ারি এনবিআর এই সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে।

১৪১টি ট্যাক্স কার্ড প্রদানের ব্যক্তি, কোম্পানি ও অন্যান্য পর্যায়ের যোগ্য করদাতার নামের মধ্যে রয়েছে :

জ্যেষ্ঠ নাগরিক: বস্ত্র ও পাটমন্ত্রী (বৃহৎ করদাতা ইউনিট) গোলাম দস্তগীর গাজী, মতিউর রহমান, লতিফুর রহমান, আলী হোসাইন আকবর আলী ও ডাঃ মোস্তাফিজুর রহমান।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা: ঢাকার কর অঞ্চল-১৫ মো. নাসির উদ্দীন মৃধা, কর অঞ্চল-৯ এর লে. জেনারেল (অব.) আবু সালেহ মো. নাসিম, কর অঞ্চল ১৪ এর আব্দুল মান্নান, কেন্দ্রীয় জরিপ অঞ্চল মো জয়নাল আবেদীন, কুমিল্লা কর অঞ্চলের এর প্রফেসর ইন্দুভূষণ ভৌমিক ।

প্রতিবন্ধী: কর অঞ্চল-১ ঢাকার আকরাম মাহমুদ, চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর সুকর্ণ ঘোষ ও কর অঞ্চল সিলেটের ডা: মামুনুর রশিদ।

নারী: বৃহৎ করদাতা ইউনিটের শাহনাজ রহমান, ঢাকার কর অঞ্চল-৩ এর লায়লা হোসেন, কর অঞ্চল-৩ ঢাকার আনোয়ারা হোসেন, কর অঞ্চল-৯ ঢাকার পারভীন হাসান ও কর অঞ্চল-১৩ ঢাকার পপি রানী ভৌমিক।

তরুণ: বৃহৎ করদাতা ইউনিটের নাফিস সিকদার, কর অঞ্চল–৫ এর নাফিসা কামাল, ঢাকার কর অঞ্চল–৪ এর গাজী গোলাম মর্তুজা, কর অঞ্চল–১২ ঢাকার ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, ঢাকা কর অঞ্চল-৮ এর আহমেদ ইমতিয়াজ হাসান।

ব্যবসায়ী: ঢাকার কর অঞ্চল–২ এর হাজী মো. কাউছ মিয়া, বৃহৎ করদাতা ইউনিটের নজরুল ইসলাম মজুমদার, বৃহৎ করদাতা ইউনিটের সৈয়দ আবুল হোসেন, ঢাকার কর অঞ্চল-১০ এর মো নুরুজ্জামান খান, চট্টগ্রামের কর অঞ্চল-৪ এর মোহাম্মদ কামাল।

বেতনভোগী: ঢাকা কর অঞ্চল-৮ এর মোহাম্মদ ইউসুফ, ঢাকার কর অঞ্চল-৩ এর রুবাইয়াত ফারজানা হোসেন ও হোসনে আরা হোসেনখাজা তাজমহল, এম এ হায়দার হোসেন।

চিকিৎসক: কর অঞ্চল–১০ এর ডা: জাহাঙ্গীর কবির, প্রাণ গোপাল দত্ত, এ কে এম ফজলুল হক, আব্দুল মোবিন খান ও নার্গিস ফাতেমা।

সাংবাদিক: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম, চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ, সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল ও চট্টগ্রামের দৈনিক আজাদী সম্পাদক মোহাম্মদ আবদুল মালেক।

আইনজীবী: কর অঞ্চল ৮-এর দক্ষিণ সিটি করপোরেশনের শেখ ফজলে নূর তাপস, মো. এনামুল কবির ইমন, তৌফিকা আফতাব, আহসানুল করিম ও নিহাদ কবির।

প্রকৌশলী: ঢাকার রেজাউল করিম, মিরাজ উদ্দিন হায়দার ও মোখলেছুর রহমান।

স্থপতি: ঢাকার মো. ফয়েজ উল্লাহ, হাসান শামস উদ্দিন ও গোলাম আজম সিজার।

হিসাবরক্ষক: ঢাকার মাসুক আহমেদ, মোহাম্মদ ফারুক ও মো. মোক্তার হোসেন।

নতুন করদাতা: কর অঞ্চল-৬ ঢাকার মো. নাজমুল হোসেন, কর অঞ্চল-১৩ ঢাকার আজমিরা খাতুন, কর অঞ্চল-১৫ ঢাকার মো. রেজাউল করিম মুন্সি, কর অঞ্চল সিলেটের শিউলি আক্তার নিপা, মৌসুমী কর, আরিমা খানম তরফদার ও কর অঞ্চল রংপুরের আবুল কাশেম।

খেলোয়াড়: কর অঞ্চল–১ এর তামিম ইকবাল, কর অঞ্চল–৭ এর সাকিব আল হাসান ও কর অঞ্চল-১ এর মাশরাফি বিন মুর্তজা।

অভিনেতা: শাকিব খান রানা, বিদ্যা সিনহা মিম, রাইসুল ইসলাম আসাদ।

সংগীতশিল্পী: তাহসান রহমান খান, মমতাজ বেগম ও শাহীন সামাদ।

অন্যান্য: কাজী ইকবাল হারুন, মো. সাইফুল ইসলাম ও আব্দুল মুকিত মজুমদার।

প্রতিষ্ঠান পর্যায়ে ৫৩ কর কার্ড পেয়েছে যারা

ব্যাংক: স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও দি হংকং এন্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন।

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান: আইডিএলসি ফাইন্যান্স ও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি ও উত্তরা ফাইন্যান্স লিমিটেড।

টেলিযোগাযোগ: গ্রামীণফোন।

প্রকৌশল: বিএসআরএম স্টিলস, স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও এসিআই মটরস।

খাদ্য ও আনুষঙ্গিক: নেসলে বাংলাদেশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ।

জ্বালানি: তিতাস গ্যাস, পদ্মা অয়েল লিমিটেড ও মেঘনা পেট্রোলিয়াম।

পাটশিল্প: আকিজ জুট মিলস, আই আর খান জুট মিলস লিমিটেড ও আইয়ান জুট মিলস লিমিটেড।

স্পিনিং ও টেক্সটাইল: এপেক্স টেক্সটাইল, বাদশা টেক্সটাইলস, কোটস বাংলাদেশ, সানজানা ফেব্রিক্স, ফখরুদ্দীন টেক্সটাইল মিলস, এনভয় টেক্সটাইল ও নোমান টেরিটাওয়েল মিলস।

ওষুধ ও রসায়ন: স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইউনিলিভার, ইনসেপটা ফার্মাসিউটিক্যালস ও রেনাটা লিমিটেড।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া: মিডিয়াস্টার লিমিটেড, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড, ট্রান্সক্রাফট লিমিটেড ও মিডিয়া ওয়ার্ল্ড।

আবাসন: নাভানা রিয়েল এস্টেট লিমিটেড, ইউ ডি সি কনস্ট্রাকশন লিমিটেড ও রিজভি কনস্ট্রাকশন লিমিটেড।

তৈরি পোশাক: এসিআই টেক্সটাইল, হা-মীম ডেনিম লিমিটেড, স্কয়ার ফ্যাশন, ইয়ংওয়ান লিমিটেড, রিফাত গার্মেন্টস, ইউনিভার্সাল জিন্স লিমিটেড ও জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ ।

চামড়াশিল্প: এপেক্স ফুটওয়্যার, বাটা সু ও লালমাই ফুটওয়্যার।

প্রতিষ্ঠান পর্যায়: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি, আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স, শেখ আজিজ উদ্দিন লিমিটেড ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী।

১২টি ট্যাক্স কার্ডের বিভাজন ফার্ম ক্যাটাগরি: মেসার্স সাহারা এন্টারপ্রাইজ, মেসার্স এস এন করপোরেশন, মেসার্স এ এস বি এস ও মেসার্স সালেহ আহমেদ।

স্থানীয় কর্তৃপক্ষ: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ।

ব্যক্তি সংঘ: বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট ও সেনা কল্যাণ সংস্থা হেড অফিস।

অন্যান্য ক্যাটাগরি: ওয়ালটন হাইটেক, আশা, বুরো বাংলাদেশ ও সেন্টাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড।

Advertisement
Share.

Leave A Reply