fbpx

সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত অন্তত ২০

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন ৩০ জন। সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

স্থা্নীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যার পর রাজধানীর লুল ইয়েমেনি নামের একটি রেস্তোরাঁর সামনে এই বিস্ফোরণের হয়। বিস্ফোরণের পর সেখানে বন্দুকযুদ্ধ শুরু হয় বলেও জানান তারা।

সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত অন্তত ২০

জোরালো এই বিস্ফোরণে বেশ কিছু সম্পদ ক্ষতিগ্রস্থ হয়েছে। ছবি: এএফপি

দেশটির রাষ্ট্রীয় রেডিও মোগাদিসু জানায়, জোরালো এই বিস্ফোরণে বেশ কিছু সম্পদ ক্ষতিগ্রস্থ হয়েছে। পুরো এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে।

বিস্ফোরণের ঘটনায় স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানায়, কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। তবে, সোমালিয়াসহ ‘হর্ন অব আফ্রিকা’ খ্যাত দেশগুলোতে জঙ্গিগোষ্ঠী আল শাবাব প্রায়ই হামলা চালিয়ে থাকে।

Advertisement
Share.

Leave A Reply