fbpx

সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সৌদি আরবে করোনা সংক্রমণ ঠেকাতে আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর দেয়া নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। একইসাথে তুলে নেয়া হয়েছে দেশটিতে সড়ক ও নৌপথে প্রবেশে নিষেধাজ্ঞাও ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে , রবিবার স্থানীয় সময় সকাল ১১ টা থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে।

তবে দেশটিতে প্রবেশ করতে কিছু বিধিনিষেধ মানতে হবে। বলা হয়েছে,  যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ যেসব দেশে করোনাভাইরাসের নতুন ধরনটি ছড়িয়েছে সেসব দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশের আগে অন্তত ১৪ দিন ওই দেশগুলোর বাইরে অবস্থান করতে হবে।

আবার  অন্যদেশে থাকা সৌদি নাগরিক যাদের মানবিক বা জরুরিভাবে প্রবেশের অনুমতি দেয়া হবে, তাদের সৌদি আরবে এসে কমপক্ষে ১৪ দিন বাড়িতে পর্যবেক্ষণে থাকতে হবে।

যুক্তরাজ্যে করোনার নতুন ধরন শনাক্তেরে পর গত ২০ ডিসেম্বর অন্য দেশ থেকে সড়ক, নৌ ও আকাশপথে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় সৌদি সরকার।

Advertisement
Share.

Leave A Reply