fbpx

স্বর্ণাক্ষরে লেখা ওড়না, ২৫০০ ঘণ্টায় তৈরি লেহেঙ্গায় পরিনীতির বিয়ে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

লাল বেনারসিতে বউ এই ধারণা অনেক আগেই ভেঙ্গে গেছে। বেশ কয়েক বছর ধরেই সেলিব্রিটি হোক আর সাধারণ বউ হোক সবাইকে দেখা যাচ্ছে ভিন্ন রঙের পোশাকে।

বলিউডের নায়িকারা এই বিষয়ে যেনো সবাইকে ছাড়িয়ে। গত কয়েক বছর ধরে বলিউডে ‘লাল বউ’ প্রথা যেনো অনেকটাই কমে গেছে। সেই তালিকায় নতুন করে যোগ হলেন পরিনীতি চোপড়া।

বন্ধুত্ব, প্রেম থেকে পরিনয়। গতকাল রোববার থেকে জীবনসঙ্গী অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। গতকাল তাঁরা বিয়ের মালাবদল করেন। উদয়পুরের লেক প্যালেসে ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ে হয়।

 

স্বর্ণাক্ষরে লেখা ওড়না, ২৫০০ ঘণ্টায় তৈরি লেহেঙ্গায় পরিনীতির বিয়ে

২৫০০ ঘণ্টায় তৈরি পরিণীতির বিয়ের লেহেঙ্গা

 

স্বর্ণাক্ষরে লেখা ওড়না, ২৫০০ ঘণ্টায় তৈরি লেহেঙ্গায় পরিনীতির বিয়ে

বিয়ের ছবি পোস্ট করে অতীতে ফিরে গেলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। লিখেছেন, ‘প্রথম আমাদের সকালের নাশতার টেবিলে চ্যাট হয়। আজকের এই দিনটির জন্য এ মন বহুদিনের অপেক্ষায় ছিল।’

স্বর্ণাক্ষরে লেখা ওড়না, ২৫০০ ঘণ্টায় তৈরি লেহেঙ্গায় পরিনীতির বিয়ে

চিরাচরিত লাল কিংবা গোলাপি নয়, বরং বিয়ের জন্য বেছে নিলেন আইভরি রঙের লেহেঙ্গাকেই।

স্বর্ণাক্ষরে লেখা ওড়না, ২৫০০ ঘণ্টায় তৈরি লেহেঙ্গায় পরিনীতির বিয়ে

যৎসামান্য গয়নায় দিব্যি মানিয়েছে পরিণীতি চোপড়াকে। মৃণালিনী চন্দ্রার তৈরি কাস্টমাইজড কলিরা পরেছিলেন পরিণীতি।

স্বর্ণাক্ষরে লেখা ওড়না, ২৫০০ ঘণ্টায় তৈরি লেহেঙ্গায় পরিনীতির বিয়ে

পুরো ওড়নায় স্বর্ণাক্ষরে লেখা রাঘবের নাম

স্বর্ণাক্ষরে লেখা ওড়না, ২৫০০ ঘণ্টায় তৈরি লেহেঙ্গায় পরিনীতির বিয়ে

রাজস্থানি সংস্কৃতি অনুযায়ী, বরকে স্বাগত জানানো হয়েছিল লীলা প্যালেসে। পরে শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা

Advertisement
Share.

Leave A Reply