fbpx

স্বাধীনতা দিবসে গুগলের বিশেষ ডুডল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সার্চ ইঞ্জিন গুগলের পক্ষ থেকে বিশেষ ডুডল চালু করা হয়েছে।

২৫ মার্চ দিবাগত রাত ১২টার পর থেকে গুগলের হোমপেজে ঢুকলেই বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ানোর দৃশ্য চোখে পড়বে।

বিশ্বের বিভিন্ন দেশ, বিখ্যাত ব্যক্তি, আবিষ্কার এবং বিশেষ কোনো দিন নিয়ে সার্চ বক্সের ওপরে গুগল নিজেদের লোগোর পরিবর্তে বিশেষ ডুডল প্রকাশ করে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতা দিবসে বিশেষ এই ডুডল প্রকাশ করেছে গুগল।

আজকের এই দিনে কেউ গুগলের হোমপেজে গেলে বাংলাদেশের পতাকা সংবলিত দৃষ্টি-নন্দিত এই ডুডল দেখতে পাবেন। আর এর উপর কার্সর ধরলে বা ট্যাপ করলে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০২২’ লেখা ভেসে উঠবে। সেখানে ক্লিক করার পর স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং সংশ্লিষ্ট ইতিহাস সংবলিত ওয়েবসাইটগুলো দেখা যাবে।

বাংলাদেশীর স্বাধীনতা দিবসে সম্মান জানিয়ে ২০১৩ সালে প্রথম গুগল ডুডল প্রকাশ করে। এরপর থেকে প্রতি বছরই এই দিনে বিশেষ ডুডল প্রদর্শন করে আসছে গুগল।

Advertisement
Share.

Leave A Reply