fbpx

স্বাভাবিক হয়েছে সিলেটের সাথে ঢাকা-চট্টগ্রম রেল সংযোগ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১৫ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ। চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস শনিবার ( ২০ মে ) ভোর পৌনে ৫টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে গাছের সাথে ধক্কা লেগে লাইনচ্যুত হয়েছিল।

সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া বগি ও ইঞ্জিন উদ্ধার কাজ শেষ হলে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ শুরু হয়েছে।

ভানুগাছ স্টেশনের মাস্টার কবির আহমেদ জানান, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ১৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গল থেকে লাউয়াছড়া পার হয়েছে।

শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত বগিগুলো শ্রীমঙ্গলে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ইঞ্জিনটি আপাতত রেললাইনের পাশেই সরিয়ে রাখা হয়েছে।

রেললাইনের ওপর ভেঙে পড়া গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছিল। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Advertisement
Share.

Leave A Reply