fbpx

স্মার্টওয়াচে মাপা যাবে ডায়াবেটিস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বেশ কয়েক বছর ধরে স্মার্টওয়াচ স্বাস্থ্য সুরক্ষায় নানা ধরনের সুবিধা দিয়ে যাচ্ছে। আর মার্কিনী টেক জায়ান্ট অ্যাপল তাদের ওয়াচে নিত্য নতুন চমক যোগ করছে। করোনা শনাক্তে রক্তে অক্সিজেনের মাত্রা নির্ণয়, হৃৎস্পন্দন মাপা, এমনকি ইসিজিও করা যায় এই স্মার্টওয়াচ দিয়ে।

তবে চলতি বছর অ্যাপলের স্মার্টওয়াচে রক্তে গ্লুকোজ মাপার সুবিধা দিতে যাচ্ছে। তবে শুধু অ্যাপলই নয়, স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি ওয়াচেও এই সুবিধা থাকবে বলে জানা গেছে। দক্ষিণ কোরীয় সংবাদমাধ্যম ইটিনিউজের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন বলছে, যদি এই স্মার্টওয়াচে গ্লুকোজ মাপা যায়, তাহলে সহজেই ডায়াবেটিস মাপা যাবে। কারণ এই ডিভাইস দিয়ে অপটিক্যাল সেন্সর ব্যবহার করে রক্তে গ্লুকোজ মাপা যাবে। ফলে এতে রক্ত বের করে মাপার প্রচলিত পদ্ধতির প্রয়োজন হবে না। আর এই গ্লুকোজ মাপতে ‘রামান স্পেকট্রোস্কপি’ প্রযুক্তি ব্যবহার করা হবে।

প্রতিবেদন দাবি করছে, ডায়াবেটিস রোগীদের সুবিধা দিতেই অ্যাপল ও স্যামসাং এই সুবিধা আনছে। তবে প্রচলিত পদ্ধতির তুলনায় স্মার্টওয়াচে গ্লুকোজ মাপা কতটা নির্ভুল হবে, সেটিই এখন আলোচনার বিষয়।

Advertisement
Share.

Leave A Reply