fbpx

‘স্যার সৎ মানুষ, যুক্তরাষ্ট্রের মতো দেশে ১৪টা বা‌ড়ি কেনা একজনের পক্ষে সম্ভব?’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হ‌য়ে‌ছে, তা মিথ্যা ও বানোয়াট দাবি করে প্রতিবাদ সমাবেশ করেছেন ওয়াসার কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে কাওরান বাজারে ঢাকা ওয়াসা ভবনের সামনে প্রতিষ্ঠান‌টির কর্মকর্তা-কর্মচারীরা এই সমাবেশ করেন।

ওয়াসার ‌কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, ‘সম্প্রতি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের বিরুদ্ধে প্রকাশিত নিউজ ছিল তার ব্যক্তিগত। কিন্তু ওয়াসাকে নিয়ে নেতিবাচক ও উদ্দেশ্যমূলক প্রতিবেদনের প্রতিবাদস্বরূপ ওয়াসার কর্মকর্তা-কর্মচারী হিসেবে আমরা দাঁড়িয়েছি প্রতিবাদ সমাবেশে।’

সমাবেশে তারা জানান, গত ৯ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে ‘ওয়াসার তাকসিমের যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ প্রেক্ষিতে ঢাকা ওয়াসার সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন তারা। তারা বলেন, ‘যুক্তরা‌ষ্ট্রের মতো দেশে ১৪টা বা‌ড়ি কেনা একজনের পক্ষে সম্ভব?’

ওয়াসার কর্মকর্তারা জানান, ‘পানি-সংকট ঋণগ্রস্ত ও আর্থিক অনটনে জর্জরিত ঢাকা ওয়াসা প্রকৌশলী তাকসিম এ খানের নেতৃত্বে আজ স্বাবলম্বী ও টেকসই ঢাকা ওয়াসায় রূপান্তরিত হয়েছে। এর সবই সম্ভব হয়েছে প্রকৌশলী তাকসিম এ খান স্যারের নেতৃত্বের বদৌলতে। স্যার সৎ মানুষ। তার নাম জড়িয়ে কল্পিত গোয়েন্দা কাহিনির নাম ব্যবহার করা নীতি-নৈতিকতাবিবর্জিত। এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য ঢাকা ওয়াসার সব কর্মকর্তা-কর্মচারী গণমাধ্যমকে সবিনয়ে অনুরোধ করছে।’

গত ৯ জানুয়ারি দৈনিক সমকালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি রয়েছে। এসব বাড়ির দাম টাকার অঙ্কে হাজার কোটি ছাড়াবে।

তবে এ অভিযোগ নাকচ করে দিয়ে মঙ্গলবার (১০ জানুয়ারি) তাকসিম এ খান দাবি করেন, যুক্তরাষ্ট্রে তার কোনো বাড়ি নেই। একটি বাড়ি আছে, সেটি তার স্ত্রীর নামে। সেখানে ১৪ বাড়ি থাকার ব্যাপারে মিথ্যা প্রতিবেদন করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply