fbpx

হংকংয়ের মিডিয়া মোগল জিমি লাইকের কারাদণ্ড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চীনের বিতর্কিত আইনের আওতায় নতুন করে আরও একটি মামলায় কারাদণ্ড দেয়া হয়েছে হংকংয়ের মিডিয়া মোগল জিমি লাইকে। শুক্রবার হংকংয়ের একটি ডিস্ট্রিক্ট কোর্ট তাকে ১৪ মাসের কারাদণ্ড দেয়।

সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, ২০১৯ সালের ১ অক্টোবর বিক্ষোভে অংশ নেওয়ায় জিমি লাইকে এ কারাদণ্ড দেয়া হয়।

জিমি লাই এখনো কারাগারেই রয়েছেন। জাতীয় নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

৭৩ বছর বয়সী এই ধনকুবের একই ধরনের মামলায় সাজা ভোগ করছেন। যে মামলায় এর আগে তিনি সাজা ভোগ করছেন, সেই মামলায় বলা হয়েছিল যে জিমি লাই ২০১৯ সালের ১৮ ও ৩১ আগস্ট বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

২০২০ সালের জাতীয় নিরাপত্তা আইনটি পাস করা হয়। এ আইন পাসের পর থেকে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের স্বাধীনতাকামীদের ওপর চাড়াও হয় চীন সরকার। এ আইনে জিমি লাই ছাড়া আরও কয়েকজন অধিকারকর্মীকে গ্রেপ্তার ও সাজা দেওয়া হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply