fbpx

হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর সুযোগ নেই: বিমান বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলতি বছর হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর সুযোগ নেই বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ। রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম বলেন, ‘সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করেছি। এরপর আর কমানো সম্ভব নয়।’

এবার বাংলাদেশে সরকারিভাবে হজে যেতে মোট ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। বেসরকারিভাবে খরচ হবে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। গত বছরের চেয়ে এবার হজের খরচ দেড় লাখ থেকে ২ লাখ ২১ হাজার টাকা পর্যন্ত বেড়েছে।

হজের খরচ চার লাখ টাকার মধ্যে রাখতে ধর্ম মন্ত্রণালয়কে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আর হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতি বলেছিলেন, এবার হজের খরচ অনেক বেড়ে যাওয়ায় ইচ্ছা থাকলেও অনেকে নিবন্ধন করা নিয়ে সমস্যায় পড়েছেন।

এমন পরিস্থিতিতে হজযাত্রীদের বিমানভাড়া কমানোর সুপারিশ করেছিল ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সব আলোচনা-সমালোচনা শেষে এ বিষয়ে নিজেদের অবস্থান জানাল বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।

Advertisement
Share.

Leave A Reply