fbpx

হজের বিমান টিকিট দেড় লাখ টাকা করার সুপারিশ সংসদীয় কমিটির

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এ বছর হজযাত্রীদের জন্য ফ্লাইটের টিকিটের দাম বাড়ানোয় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিন্দা করেছে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সংসদীয় কমিটি বিমানকে হজের ফ্লাইটের টিকিট ১ লাখ ৯৮ হাজার টাকার পরিবর্তে দেড় লাখ টাকা করার নির্দেশ দিয়েছে।

চলতি বছরের হজ প্যাকেজ ব্যয়বহুল হওয়ায় বিষয়টি নিয়ে দেশব্যাপী আলোচনা-সমালোচনার মধ্যেই সংসদীয় স্থায়ী কমিটি তাদের সভায় ফ্লাইটের টিকিটের মূল্য কমানোর সুপারিশ করল।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্যরা বলেন, বিমানের ফ্লাইটের টিকিটের দাম বেশি হওয়ায় হজ প্যাকেজের খরচ অনেক বেড়ে গেছে।

হজ প্যাকেজের ব্যয় কমাতে প্রয়োজনে সরকারকে ভর্তুকি দিতে হবে বলেও তারা মন্তব্য করেন।

বৈঠকে অংশ নিয়ে সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘হজ প্যাকেজের খরচ বাড়ানোয় জনগণ সরকারের ওপর খুশি নয়। নির্বাচন সন্নিকটে। হজ প্যাকেজের খরচ কমাতে না পারলে সরকার সমস্যায় পড়বে।’

বৈঠকে উপস্থিত বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমকে বিমানের টিকিটের দাম ৫০ হাজার কমিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করতে বলে কমিটি।

এ বছরের হজ প্যাকেজ দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল। ট্রাভেল এজেন্ট এবং হজ এজেন্টরা বলছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস টিকিটের দাম অস্বাভাবিক হারে বাড়ানোয় এটি ব্যয়বহুল হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply