fbpx

হজ যাত্রীদের সেবায় থাকছে ২০০ জনের চিকিৎসক দল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শুক্রবার (১৯ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন। ধর্ম মন্ত্রণালয় আসন্ন হজ মৌসুমে সৌদি আরবে অসুস্থ বাংলাদেশি হজ যাত্রীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ২০০ সদস্য সদস্যবিশিষ্ট হজ চিকিৎসক দল গঠন করেছে।

ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শুক্রবার (১৯ মে) এ তথ্য জানানো হয়।

হজ চিকিৎসক দলে ১০২ জন চিকিৎসক, ৬৩ জন নার্স, ২১ জন ফার্মাসিস্ট ও ১৪ জন ওটি এসিস্ট্যান্ট-ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছেন। এই সদস্যরা মক্কা, মদিনা, মিনা, আরাফা, ও জেদ্দায় দায়িত্ব পালন করবেন।

চিকিৎসক বহরের দলনেতা ঢাকা বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. ফরিদ হোসেন মিয়া এবং উপদলনেতা হিসেবে আছেন চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মহিউদ্দিন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সৌদি আরবে অবস্থানকালে চিকিৎসক দলের সদস্যরা ধর্ম মন্ত্রণালয়ের অধীনে থাকবেন। দলনেতা ও উপদলনেতার নির্দেশনা অনুসারে দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রজ্ঞাপনে হজ চিকিৎসক দলের জন্য বেশ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে।

এর মধ্যে অন্যতম হলো চিকিৎসক দলের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত আছেন বলে বিবেচিত হবেন এবং যেকোনো সময় হজযাত্রীদের সেবা প্রদানে বাধ্য থাকবেন।

Advertisement
Share.

Leave A Reply