fbpx

হবিগঞ্জে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স পার্কিং স্থাপনসহ ৯ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন হবিগঞ্জের পরিবহন শ্রমিকরা। রবিবার (১৯ মার্চ) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হয়। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

ধর্মঘটের কারণে হবিগঞ্জ থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। কোন ধরনের পূর্বঘোষণা ছাড়াই কর্মবিরতির সিদ্ধান্তে বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেকেই বাস না পেয়ে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে এসে আবার ফিরে গেছেন। কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প পরিবহনে নিজেদের গন্তব্যে যাচ্ছেন।

হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী বলেন, ‘সদর হাসপাতালে অনেক প্রাইভেট অ্যাম্বুলেন্স রোগীদের আনা-নেওয়া করে। কিন্তু হাসপাতাল প্রাঙ্গণ থেকে বেসরকারিভাবে পরিচালিত সব অ্যাম্বুলেন্স সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে এক সপ্তাহ ধরে জরুরি সেবা বন্ধ রেখে ধর্মঘট পালন করে আসছে অ্যাম্বুলেন্স চালক-মালিক সমিতি।’

তিনি আরও বলেন, ‘অ্যাম্বুলেন্স চালক-মালিক সমিতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শনিবার রাতে জরুরি সভা করে পুরো জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।’

Advertisement
Share.

Leave A Reply