fbpx

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৬

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একটি পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজি-অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছেন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা গেছে।

আজ সোমবার (১৬ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুর গেট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৬

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ছয়জনের মৃতদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়ে দেয়। ছবি: সংগৃহীত

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর খবরের সত্যতা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র থেকে জানা যায়, নছরতপুর এলাকায় ঢাকা-​সিলেট মহাসড়কে সিলেটগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা শায়েস্তাগঞ্জ থেকে অলিপুরগামী অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার চালকসহ ছয়জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তাদের মধ্যে দু’জন নারী ও চারজন পুরুষ।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ছয়জনের মৃতদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়ে দেয়।

নিহত চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা গেছে। তারা হলেন, আব্দুল আহাদ, মো. আলাউদ্দিন, হনুফা ও সোহাগ। তারা সবাই হবিগঞ্জের চুনারঘাট উপজেলার বাসিন্দা। তবে, এখনো দু’জনের পরিচয় জানা যায়নি।

Advertisement
Share.

Leave A Reply