fbpx

হবিগঞ্জ থেকে সারাদেশের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনের জন্য হবিগঞ্জ থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ আছে। ফলে সাধারণ যাত্রীরা পড়েছেন বিপাকে, বিকল্প পরিবহণে যাতায়াত করতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে তাদের দ্বিগুণ ভাড়াও গুণতে হচ্ছে।

জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলছে। এজন্য হবিগঞ্জে মটর মালিক গ্রুপের আওতাধীন সকল গণপরিবহণ চলাচল বন্ধ রয়েছে। আঞ্চলিক সড়কের পাশাপাশি হবিগঞ্জ থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম সড়কের বাস চলাচলও বন্ধ রেখেছেন চালকরা। বিকেল ৪টায় এই ভোটগ্রহণ শেষ হবে। তখন থেকে পুনরায় বাস চলাচল শুরু হবে।

অন্যদিকে বাস না চলায় বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেকেই পায়ে হেঁটে ও বিকল্প পরিবহনে করে গন্তব্যে যাত্রা করতে দেখা গেছে। ফলে ভোগান্তির সঙ্গে গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়াও। অনেক যাত্রীকেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

ঢাকাগামী এক যাত্রী বলেন, ‘জরুরি কাজে ঢাকা যাব কিন্তু বাস চলাচল বন্ধ থাকার কারণে অসুবিধায় পড়লাম। এখন সিএনজি দিয়ে শায়েস্তাগঞ্জ যাব। সেখান থেকে সিলেট বা মৌলভীবাজারের গাড়ি দিয়ে ঢাকা যেতে হবে।’

আরেক যাত্রী বলেন, ‘নির্বাচন হলে গাড়ি চলাচল বন্ধ থাকবে কেন? ভোট দিয়ে এসে শ্রমিকরা গাড়ি চালাতে পারেন। যাত্রীদেরকে এভাবে কষ্ট দিয়ে তাদের কী লাভ আমি জানি না। এখন সিলেটে কীভাবে যাব বুঝতে পারছি না।’

হবিগঞ্জ জেলা মটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, ‘আজ যে বাস চলাচল বন্ধ থাকবে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে ও সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে আমরা আগেই যাত্রীদের জানিয়েছি। যে কারণে যাত্রীদের তেমন দুর্ভোগ হবে না। তবুও সাময়িক এই অসুবিধার জন্য আমরা যাত্রীদের কাছে ক্ষমা চাইছি।’

Advertisement
Share.

Leave A Reply