fbpx

হল সংস্কারে ৫০ কোটি টাকা দেবে সরকার  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ১৭ মে দেশের সব আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে হল খোলার প্রস্তুতি স্বরূপ বিশ্ববিদ্যালয়গুলোকে ৫০ কোটি টাকা বণ্টন করা হবে।

অর্থ মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে এ অর্থ পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এই টাকা দিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা ও আবাসিক হলে সংস্কার কাজ করা হবে বলে জানিয়েছে ইউজিসি।

এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে জানান, বিশ্ববিদ্যালয়ের হলগুলো দীর্ঘদিন বন্ধ রয়েছে, এগুলোর সংস্কার প্রয়োজন।

একইসঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা জরুরি বলে উল্লেখ করেন তিনি। এজন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দিতে ইউজিসিকে নির্দেশনা দেয়া হয়েছে। আর যেসব বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল আছে, তারা এ টাকা পাবে বলে জানান এই কর্মকর্তা।

Advertisement
Share.

Leave A Reply