fbpx

হাওরে মাইকিং করে পাকা ধান কাটার আহ্বান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের মেঘালয়ে ভারি বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনায় ফসলহানির ঝুঁকি এড়াতে সুনামগঞ্জের হাওরের পাকা ধান কাটার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

বুধবার দুপুর থেকে জেলা প্রশাসনের নির্দেশে সুনামগঞ্জের প্রতিটি উপজেলায় এই আহ্বান জানিয়ে মাইকিং চলছে। একই সঙ্গে কৃষকদের আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেয়া হচ্ছে। বিভিন্ন হাট-বাজার ও জনবহুল স্থানে মাইকিং চলছে। একই সঙ্গে গ্রামের মসজিদের মাইকেও প্রচার করা হচ্ছে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব বলেন, বৃহস্পতিবার থেকে হাল্কা, মাঝারি বৃষ্টিপাত, ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হতে পারে। তবে ২৩ এপ্রিল থেকে টানা ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী বলেন, “আগামী ২৩ এপ্রিল থেকে মেঘালয়ে ভারি বর্ষণ হতে পারে। তাই হাওরের পাকা বোরো ধান যাতে ঝুঁকির মুখে না পড়ে সেজন্য আমরা প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কৃষকদের ধান কাটায় উৎসাহ দিতে মাইকিং করাচ্ছি।”

Advertisement
Share.

Leave A Reply