fbpx

হাবিবের কবিতা ‘হারানো বিজ্ঞপ্তি’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নির্মাতা হাবিবের জন্ম টাঙ্গাইলে। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে।  পেশাজীবনে একজন চলচ্চিত্র নির্মাতা। সম্প্রতি সরকারি অনুদানে ‘সাইকেল বালক’ নামে একটি শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করেছেন। কবিতা, গল্পসহ কথাশিল্পের সবগুলো মাধ্যমেই তিনি সক্রিয়। বিবিএস বাংলা’র পাঠকদের জন্য তিনি লিখেছেন কবিতা ‘হারানো বিজ্ঞপ্তি’।

কার জীবন আমি আসলে যাপন করছি?
সে কে? চলতি ট্রেনে প্রথম পরিচয়ের পরই
যে জানালার পাশের সিট বদলে নেয়ার সুযোগে
আমার জীবনটাই বদলে নিয়ে নেমে গেছে কোনো মফস্বল স্টেশনে।

কিংবা দীর্ঘদিনের বন্ধুত্বের অধিকারে যে
একবার পরতে নেয়া জামার মত আমার জীবন চেয়ে নিয়ে
ফেরত দেবার কথা ভুলে গেছে বেমালুম।

হয়তো সে দূর সম্পর্কের কোনো আত্মীয়,
বিপদের দিনে নকল গয়নার বাক্স গচ্ছিত রেখে
সাহায্য নেয়ার ছলে ক’দিনের জন্য ধার নিয়েছিলো আমার জীবন।
দিন ফিরলেও অকৃতজ্ঞের মত যে অস্বীকার করেছে পুরনো সময়।

এইভাবে সামান্য থেকে দীর্ঘ পরিচয়ের সূত্র ধরে ধরে
আমি প্রতিটা মানুষের ভেতর খুঁজে ফিরি
আমার হারিয়ে যাওয়া একমাত্র জীবন।

কোথায় সে? যার ফালতু জীবনের দায়ভার
অনিচ্ছায় টেনে যাচ্ছি আমি প্রতিদিন।

Advertisement
Share.

Leave A Reply