fbpx

হাসপাতাল থেকে ‘ফিরোজায়’ ফিরলেন খালেদা জিয়া

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৫৪ দিন চিকিৎসাধীন থাকার পর আজ ১৯ জুন (শনিবার) রাত পৌনে ৯টার দিকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ ফিরলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, ‘হাসপাতালে শনিবার দুপুরে মেডিকেল বোর্ড এক বৈঠক করে বিএনপি চেয়ারপারসনকে বাসায় নিয়ে চিকিৎসা প্রদানের বিষয়ে একমত হয়েছেন। এজন্যই ম্যাডামকে ছাড়পত্র দেওয়া হয়েছে রাতেই তিনি বাসায় পৌঁছাবেন আশা করছি।’

এছাড়া, বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলেন।

এর আগে খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। তিনি গত ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। শ্বাসকষ্ট দেখা দিলে ৩ মে তাকে জরুরি ভিত্তিতে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। এরপর ৯ মে করোনার সংক্রমণ থেকে সুস্থ হন খালেদা জিয়া।

গত বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসকেরা বলেছেন, তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। কারণ তিনি করোনা থেকে মুক্ত হলেও আথ্রাইটিসসহ পুরনো অনেকগুলো রোগের উপযুক্ত চিকিৎসা না হওয়ায় সেগুলোর জটিলতা বেড়েছে। এর মধ্যে হার্ট, কিডনি ও লিভারে সমস্যা তৈরি হয়েছে। পুরনো অসুখও রয়েছে বেগম জিয়ার। এসব রোগের উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া প্রয়োজন।’

Advertisement
Share.

Leave A Reply