fbpx

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মাহাথির

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

৯৭ বছর বয়সী মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রবিবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পান বলে তার কার্যালয়ের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার প্রবীণ রাজনীতিকের হৃদরোগজনিত সমস্যা ছিল, এমনকি তাকে বাইপাস সার্জারিও করানো হয়েছে।

গত বুধবার মাহাথির দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় পর তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। এরপর সেখানেই তার চিকিৎসা চলে। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও মঙ্গলবার পর্যন্ত তাকে বাড়িতেই কোয়ারেন্টিনে থাকতে হবে। কার্যালয়ের বিবৃতিতে এমনটি বলা হয়েছে ।

মাহাথির কোভিড টিকার তিনটি ডোজ নিয়েছেন, সর্বশেষ ডোজটি তিনি গত বছরের নভেম্বরে নিয়েছেন।

মালয়েশিয়ার স্বপ্নকার এ নেতা টানা ২২ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন শেষে ২০০৩ সালে অবসর নেন। এরপর ২০১৮ সালে ফের প্রধানমন্ত্রী হন তিনি। তবে অভ্যন্তরীণ কোন্দলের কারণে তিনি মাত্র দুই বছর ক্ষমতায় ছিলেন।

Advertisement
Share.

Leave A Reply