fbpx

হৃত্বিককে ‘পৃথিবীর শ্রেষ্ঠ বাবা’ বললেন প্রাক্তন স্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১০ জানুয়ারি ৪৮ বছর বয়সে পা রাখলেন বলিউডের দাপুটে অভিনেতা হৃত্বিক রোশান। এবারের জন্মদিনেও তাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি প্রাক্তন স্ত্রী সুজানে খান।

ইনস্টাগ্রামে হৃত্বিকের সাথে ছেলেদের ছুটি কাটানোর কিছু স্মৃতি শেয়ার করেছেন তিনি। ছবির সাথে তিনি লেখেন ‘পৃথিবীর শ্রেষ্ঠ বাবা’

একই সাথে একটি ভিডিও পোস্টে তিনি লেখেন , ‘শুভ,  শুভতম জন্মদিন রাই। জন্মদিনের উষ্ণতম শুভেচ্ছার সাথে রইলো তোমার জীবনে কাটানো দারুন কিছু মুহূর্ত। আশীর্বাদের ২০২১।’

হৃত্বিক- সুজানে গাট বাঁধেন  ২০০০ সালে। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। আলাদা হয়ে যাওয়ার পরও তারা বন্ধুত্ব ধরে রাখেন। এমনকি ছেলেরা যাতে বাবা-মাকে সমানভাবে কাছে পায়, এজন্য তারা একসাথে ছেলেদের নিয়ে ঘুরতেও যান।

Advertisement
Share.

Leave A Reply