fbpx

হেফাজতের সাথে জড়িত নয় বিএনপি : মির্জা ফখরুল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হেফাজতে ইসলাম বা তাদের কোন কর্মসূচির সাথে বিএনপির কোন সম্পর্ক না থাকা সত্ত্বেও দলের নেতাকর্মীদের হয়রানি করে যাচ্ছে সরকার। হেফাজতের বিরুদ্ধে করা মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করাসহ নানাভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, লকডাউনের সুযোগে এ ধরনের হয়রানি করা হচ্ছে, অনেকটা ক্র্যাকডাউন চালাচ্ছে সরকার।

নিজেদের ব্যর্থতা ঢাকতে বিএনপির ওপর ক্র্যাকডাউন চালাচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘করোনার এই মহাদুর্যোগের মধ্যে সরকার জনকল্যাণে কোনো কাজ করছে না। করোনা মোকাবিলায় তারা সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় সরকার বিএনপি, তার সহযোগী সংগঠনসহ বিরোধী নেতা-কর্মীদের ওপর বেপরোয়া গতিতে জুলুম নির্যাতন চালাচ্ছে। নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতেই সরকার এ কাজ করছে। লকডাউনের এই সুযোগে সরকার যেন ক্র্যাকডাউন চালাচ্ছে।‘

বিএনপির মহাসচিব বলেন, ‘করোনা মহামারির দ্বিতীয় আক্রমণে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এই দুর্যোগের কাছে অর্থ, অস্ত্র, ক্ষমতা মিথ্যা প্রমাণিত হয়েছে। প্রতিদিন মৃত্যু পরোয়ানা নিয়ে মানুষের দুয়ারে হাজির হচ্ছে প্রাণঘাতী করোনা। এই ভয়াবহ পরিস্থিতিতে করোনাকে যদি এখনই কঠোরভাবে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে তা ভয়াবহ পরিণতি বয়ে আনবে।‘

‘হেফাজতের সহিংসতায় বিএনপি কোন প্রতিবাদ জানায়নি,’ ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে ফখরুল বলেন, ‘গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে গুলি চালিয়ে মানুষ হত্যার ঘটনায় একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি প্রতিবাদ জানিয়েছে। এই প্রতিবাদ বিক্ষোভ করতে গিয়ে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সরকারের সাঁড়াশি আক্রমণের মুখে পড়তে হয়েছে।‘

২৬শে মার্চ থেকে এখন পর্যন্ত হেফাজতের সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৭৯জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, অবিলম্বে তাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।

Advertisement
Share.

Leave A Reply