fbpx

১১২ টাকায়ও পাওয়া যাচ্ছে না ডলার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে ডলারের দাম বেড়েই চলেছে। গত এক বছরে প্রতিটি ডলারের দাম ৮৫ টাকা থেকে বেড়ে ১০৫ টাকা হয়। কিন্তু সব রেকর্ড ভেঙে গতকাল একদিনে তা বেড়ে দাড়িয়েছে ১১২ টাকায়। রেকর্ড এ দাম দিয়েও চাহিদা অনুযায়ী খোলা বাজারে ডলার পাচ্ছেন না ক্রেতারা।

গত ২৬ জুলাই (সোমবার) খোলা বাজারে ডলারের দাম ছিল ১০৭ টাকা। একদিনের ব্যবধানে ৫ টাকা বেড়ে এখন ডলারের দাম দাঁড়িয়েছে ১১২ টাকায়।

খোলা বাজারের পাশাপাশি আন্তব্যাংক লেনদেনেও বাড়তির দিকে ডলারের দাম। সোমবার আন্তব্যাংক লেনদেনে ডলারের দাম ছিল ৯৪ টাকা ৭০ পয়সা। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে বেসরকারি ব্যাংকগুলো এই দরে ডলার কিনেছে।

২৪ জুলাই এ দাম ছিল ৯৪ টাকা ৪৫ পয়সা। মে মাসের শুরুর দিকে এ দর ছিল ৮৬ টাকা ৪৫ পয়সায়। এ হিসাবে দুই মাসের ব্যবধানে টাকার মান কমেছে ৮ টাকা ২৫ পয়সা।

টাকার দ্রুত অবমূল্যায়নের পরেও খোলাবাজারে ডলারের দর বেশি থাকায় সোমবার ব্যাঙ্কগুলো প্রতি ডলারে সর্বোচ্চ ১০৪ টাকায় এলসি (লেটার অফ ক্রেডিট) পেমেন্ট নিষ্পত্তি করতে বাধ্য হচ্ছে।

এছাড়াও মানি এক্সচেঞ্জাররা ডলার কিনছেন ১০৫ থেকে ১০৫ টাকা ৫০ পয়সায়। এর আগের দিন রবিবার ডলারের দাম উঠেছিল ১০৫ টাকা।

Advertisement
Share.

Leave A Reply