fbpx

১২ জানুয়ারির পর তাপমাত্রা নামার আভাস চার ডিগ্রি সেলসিয়াসে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলছে পৌষ। সামনে মাঘের হাতছানি। শীত উপেক্ষার সময় আর নেই। এরই মধ্যে আবহাওয়া অধিদফতর দিয়েছে আরও হিমের পূর্বাভাস। দুটি তীব্র শৈত্যপ্রবাহের আগাম বার্তা দিয়েছে তারা। আর তা শুরু হবে জানুয়ারির ১২ তারিখের পর। সেসময় তাপমাত্রা নেমে যেতে পারে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অধিদফতর সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, এই দুটি শৈত্যপ্রবাহই হবে ১২ জানুয়ারির পর। তখন থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে। এ মাসের দ্বিতীয় সপ্তাহ পর থেকে যেকোনো সময় তীব্র শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

তাই হিমের জন্য তৈরি হওয়ার সময় এক্ষুনি। কম স্থায়ী বলে শীত মৌসুমকে অবজ্ঞার দিন শেষ। আবহাওয়া অধিদফতরের আগাম বার্তা এ ইঙ্গিতই দিচ্ছে। যদিও কারো কবি মন উচ্চারণ করতে পারে, আমি চাই রোদের সমর্থনে দগ্ধ হোক বায়ুর শরীর!

Advertisement
Share.

Leave A Reply